Police: হেফাজতে থাকাকালীন বন্দি মৃত্যু, ঘুষ চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নরেন্দ্রপুরে পুলিশ হেফাজতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। এমনকী পুলিশের (Police) বিরুদ্ধে ঘুষ চাওয়ারও অভিযোগ তুলেছে পরিবার। পুলিশ সুপারের কাছে নরেন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অর্ণব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ সূত্রে খবর, টাকা নেওয়া ও পিটিয়ে মারার অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত করা হবে।