PSC Office Agitation:খাদ্য় দফতরে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, ফের পরীক্ষার দাবিতে বিক্ষোভ PSC অফিসের সামনে।ABP Ananda LIVE
খাদ্য় দফতরের সাব ইন্সপেক্টর পদের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল। ফের পরীক্ষা নেওয়ার দাবিতে আজ দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ফুড ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তাই ফের পরীক্ষা নিতে হবে। এই দাবিতেই এদিন PSC অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
Tags :
Job Seekers Agitation DISTRICT Question Paper Leak In Food Department Examination Agitation In Front Of PSC Office