Agnimitra Paul: 'কোনকিছু বোঝার আগে চিৎকার করা তৃণমূলের স্বভাব', কেন বললেন অগ্নিমিত্রা?
ABP Ananda Live: দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। ফোন করে দিলীপ ঘোষকে বিধানসভায় আসতে অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় পৌঁছলে নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। দিলীপ ঘোষের জন্য কেক কাটেন শুভেন্দু, কেক খাইয়ে দেন দিলীপকে।শুভেন্দুকেও কেক খাইয়ে দেন দিলীপ। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা। 'কোনকিছু বোঝার আগে চিৎকার করা তৃণমূলের স্বভাব', কেন বললেন অগ্নিমিত্রা? বর্ধমানে উচ্ছেদ অভিযানে 'আমরা ওরা'? বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ। বাদ গেল ফুটপাথ দখল করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ভাঙল না বর্ধমান পুরসভা। দোকান ভাঙায় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ হকারদের। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। ৮ অগাস্ট ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। ৯ অগাস্ট যোগ দেবেন আদিবাসী দিবসের অনুষ্ঠানে ।