Jyotipriyo Mallick: অরণ্য ভবন থেকে উদ্ধার চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনার চুক্তিপত্র। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: বন দফতরে ED-র হানায় সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সল্টলেকের (Saltlake) অরণ্য ভবনে শুধু মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) স্ত্রী-মেয়ে-নাতির নামে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বা লক্ষ লক্ষ টাকার জীবনবিমার নথি নয়, মিলেছে চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনার চুক্তিপত্র। বন দফতরে বসে চাষিদের সঙ্গে ধান কেনার চুক্তি করেছেন খোদ মন্ত্রী। ED-র দাবি, বন দফতরে তল্লাশিতে মিলেছে চাষিদের থেকে সরাসরি ধান কেনার প্রায় ১০০টি চুক্তিপত্র। খাতায়-কলমে  চুক্তিপত্রে ধান কেনাবেচার আড়ালে কালো টাকা সাদা করা হয়েছে? এমনটাই অনুমান ED-র আধিকারিকদের। ABP Ananda Live

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram