AIBOC protest: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতা ও শূন্য়পদে নিয়োগের দাবিতে সরব AIBOC। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতা এবং শূন্য়পদে নিয়োগের দাবিতে ফের সরব হল All India Bank Officers' Confederation। শনিবার, সংগঠনের ১৩ম স্টেট কাউন্সিলের সম্মেলনের আয়োজন করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের ডিরোজিও হলে। পাশাপাশি, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের SBI-এর শাখা থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয় পর্যন্ত মিছিল করে AIBOC। 

রাষ্ট্রয়াত্ত ব্য়াঙ্কগুলির বেসরকারিকরণের বিরোধিতা এবং শূন্য়পদে নিয়োগের দাবিতে আগেই আন্দোলন শুরু করেছিল All India Bank Officers' Confederation বা AIBOC...!এবার, কেন্দ্রের নতুন সরকারের কাছে সেই দাবিগুলো আরও জোরালো ভাবে তুলে ধরার ডাক দিল তারা। শনিবার, সংগঠনের ১৩ম স্টেট কাউন্সিলের বৈঠকের আয়োজন করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের ডিরোজিও হলে। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রুপম রায়। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের SBI-এর শাখা থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয় পর্যন্ত মিছিল করে AIBOC...!

শনিবার, থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। ৭ থেকে ৯ই জুলাই, এই দাবিগুলো সামনে রেখে সর্বভারতীয় সম্মলেনের আয়োজন করা হয়েছে গুয়াহাটিতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram