Partha Chatterjee : ECO, ECG, USG করেও মিলল না গুরুতর কিছু, AIIMS জানাল, পার্থকে ভর্তি করার প্রয়োজন নেই

Continues below advertisement

AIIMS’এ পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক পরীক্ষা-নিরীক্ষা। চার বিশেষজ্ঞ চিকিত্‍সকের তত্বাবধানে হল ECO, ECG, USG। সমস্যা গুরুতর নয়, অক্সিজেন স্যাচুরশন ১০০ শতাংশ, রিপোর্টে দাবি এইমসের।

একদিনে জোড়া ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়ের। আজ সকালে তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই বলে জানিয়ে দিল ভুবনেশ্বর AIIM। আর রাতে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল বিশেষ ইডি আদালত। পার্থ ও তার ঘনিষ্ঠ অর্পিতাকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কাল ভোর ৫টা ৪০-এর ফ্লাইটে কলকাতায় আনা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। খবর ইডি সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram