Air India : এয়ার ইন্ডিয়ার বিমানে ফের আতঙ্ক। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় কলকাতা বিমানবন্দরে অবতরণ
ABP Ananda LIVE : এয়ার ইন্ডিয়ার বিমানে ফের আতঙ্ক। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ভোগান্তির শিকার হলেন সানফ্রান্সিসকো থেকে মুম্বইগামী বোয়িং ড্রিমলাইনারের যাত্রীরা। কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ বিমানেই বসে রইলেন তাঁরা। অন্যদিকে, দুর্ঘটনার পর প্রথমবার আমদাবাদ থেকে ওড়ার কথা ছিল লন্ডনগামী বিমানের। কারণ না জানিয়েই উড়ান বাতিল করায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা।
Khidirpur Fire News : মুখ্যমন্ত্রীর ঘোষণায় ক্ষোভপ্রকাশ খিদিরপুরকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের
রবিবার পর্যন্ত যে দোকান ছিল মোটের উপর সচ্ছল জীবনের সঙ্গী, রবিবার রাতের বিধ্বংসী আগুনে তাই পুড়ে ছাই হয়ে গেছে। তারউপর মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ও এখন বাজার সরানোর ঘোষণা ঘিরে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, কোনওমূল্যে জায়গা ছাড়ব না। মঙ্গলবার, বাজারের ভিতরে মঞ্চ বেঁধে প্রতিবাদ দেখান ব্যবসায়ীদের একাংশ। সেখানেই উপস্থিত হন বিরোধী দলনেতা। তিনি বলেন, সিপিএম ২০০৭-এ চেষ্টা করেছিল। সেদিন লড়াইতে মমতা ব্য়ানার্জি এসেছিলেন। সেটল হয়ে গেছে। অ্য়াটাচি নিয়ে নিয়েছে। পাল্টা বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূলও।