TMC News: 'বাংলা বলে কোনও ভাষা নেই', বিস্ময়কর অজুহাত বিজেপির, পোস্ট তৃণমূল কংগ্রেসের

ABP Ananda LIVE : 'বাংলা বলে কোনও ভাষা নেই', বিস্ময়কর অজুহাত বিজেপির, পোস্ট তৃণমূল কংগ্রেসের। 'সংবিধানস্বীকৃত ভাষার অস্তিত্ব নেই, এটি ভাষাবিদ্বেষ ছাড়া আর কিছু নয়', অমিত মালব্যকে পাল্টা আক্রমণ তৃণমূলের। 'বিজেপি পরিকল্পিতভাবে রাজ্যজুড়ে বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে', আক্রমণ তৃণমূল কংগ্রেসের। এই ধরণের ভয়ঙ্কর ব্যাখ্যা বন্ধ হওয়া উচিত, পোস্ট তৃণমূল কংগ্রেসের।

আরও খবর...

 'বাংলা ভাষার জন্য যে কোনোরকম লড়াই করব', ভাষা বিতর্কে মন্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

বাংলা ভাষা এখন এসে পড়েছে রাজনীতির আঙিনায়। তৃণমূল বিজেপির মধ্যে কার্যত দড়ি টানাটানি চলছে। বাংলা বলার অভিযোগে, পরিযায়ী শ্রমিকদের হেনস্থার কথা, সাধারণ মানুষদের হয়রানির কথা বারে বারেই তুলে ধরছে তৃণমূল। বাংলা ভাষাকে হেনস্থার অভিযোগে, সরব হয়েছে তৃণমূল সরকার। পাল্টা উত্তর দিচ্ছে বিজেপিও। আরও এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদ্য একটি অনুষ্ঠানে এসে, বাংলা ভাষা তরজা নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, 'ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন। আমি বলতে পারি, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola