Aj Banglay: প্রকল্পের নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে, নাম না করে শুভেন্দু অধিকারীকে জবাব মমতার
Continues below advertisement
ভরসন্ধ্যায় দত্তপুকুরের কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু। বাইকে চেপে দুষ্কৃতী হামলা, মন্মথ মণ্ডলের মৃত্যু। জমির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন নিহত, খবর স্থানীয় সূত্রে। দত্তপুকুরের খেজুরতলায় বুকে-মাথায় গুলি, ঘটনাস্থলেই মৃত্যু।
নাম না করে শুভেন্দু অধিকারীকে জবাব। আজ বর্ধমানে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, প্রকল্পের নাম ‘বাংলা আবাস যোজনা’ই থাকবে। তিনি বলেন, ‘যে কোনও রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। গুজরাত, উত্তরপ্রদেশে নিজেদের নামে বাড়ি থাকলে, বাংলার ক্ষেত্রে কেন আপত্তি তোলা হচ্ছে?
গ্রেফতারির ২০দিনের মাথায় জামিনে মুক্ত ইউটিউবার রোদ্দুর রায়। হেয়ার স্ট্রিট থানার পরে বটতলা থানার মামলাতেও রোদ্দুরের জামিন। বটতলা থানার মামলাতেও ইউটিউবার রোদ্দুর রায়ের জামিন।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Mamata Banerjee ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Mamata Banerjee Aj Banglay এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ