Aj Banglay: মুচিপাড়ায় মহিলার মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে অনুমান
মুচিপাড়ায় মহিলার মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে অনুমান। ঘরের মধ্যেই মৃত্যু, টেবিল ফ্যানের উপর উল্টে পড়ে ছিল দেহ। রাতেই মৃত্যু, আজ সকালে দেহ উদ্ধার, মৃতের নাম দীপালি পাত্র। দেহের ময়নাতদন্ত করা হয়েছে, তদন্তে মুচিপাড়া থানার পুলিশ।
ফের হাওড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। আজ সকালে উলুবেড়িয়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে এক মহিলা মাঠে যাওয়ার সময় তাঁর পায়ে বিদ্যুতের তার জড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ নিয়ে রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থা জানিয়েছে, বড় কোনও লরি পোস্টে ধাক্কা মারলে ছিড়েঁ পড়ে তার। তার থেকেই দুর্ঘটনা।
বর্ধমানে মদকাণ্ডে গ্রেফতার করা হল অভিযুক্ত হোটেল মালিককে। ঘটনার পর থেকেই নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। আজ ছাড়া পাওয়ার পরই গ্রেফতার করে পুলিশ। এদিকে, ঘটনার তদন্তে, ওই হোটেল থেকে পাওয়া নমুনা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ।