Akhil Giri: 'তৃণমূল শৃঙ্খলাপরায়ণ দল', অখিল প্রসঙ্গে মন্তব্য শান্তনু সেনের। ABP Ananda Live

Santanu Sen: মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ। তীব্র সমালোচনার মুখে, ১৩ বছরে তৃণমূলের শাসন কালে বেনজির নির্দেশ। পদত্যাগ না করলে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের সিদ্ধান্ত তৃণমূলের। রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ। কর্ণপাত না করায় অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত। অখিলকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের। পদত্যাগ না করলে কারামন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত। মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিলকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। বরখাস্তের খাঁড়া এড়াতে তড়িঘড়ি পদত্যাগের ঘোষণা অখিল গিরির। মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানেই অনড় অখিল। 'মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই'। পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার অখিলের। তৃণমূল নেতৃত্বের 'বিবেকবান' হওয়ার নির্দেশকে কটাক্ষ করে বন দফতরকে আক্রমণ অখিলের। বন দফতর কোথায় বিবেকবান হল? প্রশ্ন অখিল গিরির। 'উচ্ছেদের সময় আরও মানবিক হওয়া উচিত ছিল বন দফতরের'। বন দফতরে দুর্নীতির অভিযোগে সরকারকেই নিশানা অখিলের। ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই: অখিল গিরি। 'আমি কোনও সরকারি অফিসারের কাছে কোনও দিন ক্ষমা চাইনি'রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাইব না: অখিল গিরি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola