Akhil Giri: দলের চাপে শেষমেশ মন্ত্রিত্ব ছাড়লেন অখিল গিরি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: দলের চাপে শেষমেশ মন্ত্রিত্ব ছাড়লেন অখিল গিরি। মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে পাঠালেন পদত্যাগপত্র। যদিও বন আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না বলে ফের স্পষ্ট করে দিয়েছেন রামনগরের তৃণমূল বিধায়ক। তাঁর গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি।

মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ায়, রবিবারই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের চাপে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো, সোমবার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করলেন অখিল গিরি। যদিও নিজের অবস্থানে অনড় থেকেই বন আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ তিনি। তাজপুরে সমুদ্রের তীরে দোকান বসানোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। বন দফতরের বিরুদ্ধে দোকান ভেঙে ফেলার অভিযোগ তোলেন অখিল গিরি। শনিবার ঘটনাস্থলে যান তিনি। ছিলেন বন দফতরের কাঁথির রেঞ্জ অফিসার মনীষা সাউও। তখনই ওই সরকারি আধিকারিককে রীতিমতো হুমকি দেন অখিল। 

কর্তব্যরত একজন সরকারি আধিকারিককে এভাবে হুমকি-হুঁশিয়ারি দেওয়ায়, অখিল গিরির পাশে দাঁড়ায়নি দল। রবিবার কড়া অবস্থান নিয়ে তাঁকে পদত্যাগ ও বন আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram