Akhilesh Yadav: 'দিদির কাছে এমন কর্মী আছেন, যাঁরা প্রাণ দিতেও প্রস্তুত', মন্তব্য অখিলেশ যাদবের
West Bengal News: ২১ জুলাইয়ের শহিদ দিবস (21 July TMC Shahid Diwas) বরাবর তৃণমূলের সবচেয়ে রাজনৈতিক কর্মসূচি। আর তৃণমূলের ডাকে এই মঞ্চেই এবার উপস্থিত হলেন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আর মঞ্চে বক্তব্য রাখার সময় ছত্রে ছত্রে ছিল তৃণমূলের প্রশংসা- বিশেষ করে তৃণমূলের কর্মীদের। কেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বড় নেত্রী। তাঁর আসল সম্পদ কী? সেটাই এদিন মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট বললেন অখিলেশ যাদব। এদিন অখিলেশ যাদব (Akhilesh Yadav) বলেন, 'দিদির কাছে এমন কর্মী আছেন, যাঁরা প্রাণ দিতেও প্রস্তুত। এমন সমর্থক থাকা যে কোনও দলের কাছেই ভাগ্যের ব্যাপার। কারণ যে কোনও রাজনৈতিক দলের ভিত্তি কর্মীরাই।' তাঁর সংযোজন, 'আপনার নেতা অনেক বড়। উনি লড়ে নিজের জীবন বাজি রেখে এই জায়গায় দলকে এনেছেন। আপনারা সবসময় ওঁর সঙ্গ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই ভবিষ্য়তেও সঙ্গ দেব।'