Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য ভাষায় গালাগালি বহিষ্কৃত ছাত্র নেতার ।Bangla News
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য ভাষায় বহিষ্কৃত ছাত্র নেতার গালাগালি। উপাচার্যের ঘরে ঢুকে টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের তাণ্ডব। কয়েকদিন আগেই মারধর, তোলাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্র নেতা। বহিষ্কারের কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে উপাচার্য ঘেরাও। উপাচার্যের উপর চড়াও টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট। বহিরাগত ৩জনকে নিয়ে উপাচার্যের ঘরে ঢুকে হুমকি, গালাগালি। উপাচার্যকে হুমকির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। অভিযুক্ত টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন মণ্ডল। উপাচার্যকে হুমকি, গালাগালি নিয়ে প্রতিক্রিয়া মেলেনি গিয়াসুদ্দিনের। ‘ঘটনার নিন্দনীয়, এটা টিএমসিপির সংস্কৃতি নয়। দাবি থাকতেই পারে, আন্দোলনের নির্দিষ্ট পথ আছে’। প্রাক্তন ছাত্র নেতার তাণ্ডব নিয়ে প্রতিক্রিয়া বর্তমান ইউনিট প্রেসিডেন্টের। সোমবার বিশ্ববিদ্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনা, খবর সূত্রের।