Aliah University: সেদিনের ঘটনা ভুলতে চাই, থাকতে চাই পড়ানো আর গবেষণা নিয়ে, বলছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। Bangla News

Continues below advertisement

আলিয়াকাণ্ডের (Aliah University) ১৩ দিনের মাথায় ফের যাদবপুরে (Jadavpur University) নিজের বিভাগে যোগ দিলেন নিগৃহীত প্রাক্তন উপাচার্য। গতকালই আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন আবু তাহের কামারুদ্দিন। তিনি মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি। চারবছর পর নিজের রসায়ন বিভাগে ফিরেছেন আলিয়ার প্রাক্তন উপাচার্য মহম্মদ আলি। বললেন, "সেদিনের ঘটনা ভুলতে চাই। থাকতে চাই পড়ানো আর গবেষণা নিয়ে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram