Nusrat Jahan: সশরীরে হাজিরা দিতেই হবে, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নুসরতকে নির্দেশ আলিপুর আদালতের
ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে আদালতে ধাক্কা নুসরত জাহানের। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে, নির্দেশ দিল আলিপুর জজ কোর্ট। পাশাপাশি, আদালতের মন্তব্য়, লোয়ার কোর্টের নির্দেশে কোনও ভুল নেই।