Tea Worker: ফের অ্যাম্বুল্যান্সের অভাবে মৃত্যুর অভিয়োগ এক চা শ্রমিকের
ফের অ্যাম্বুল্যান্সের অভাবে মৃত্যুর অভিয়োগ এক চা শ্রমিকের। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ঢেকলাপাড়া চা বাগানের ঘটনা। অভিযোগ অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করা হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু সেখান থেকে জানানো হয় একমাত্র অ্যাম্বুল্যান্সটি খারাপ। গাড়িতে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার আগেই মৃত্যু হয় চা-শ্রমিক সুশীল ওঁরাও-এর। একমাত্র অ্যাম্বুলেন্সটি যে খারাপ ছিল স্বীকার করেছে বীরপাড়া হাসপাতাল কর্তৃপক্ষ।আজ মৃত চা-শ্রমিকের বাড়িতে দেখা করতে যান মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা।