RBU: রবীন্দ্রভারতীর সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা |BanglaNews
RBU: আদানি ইস্যুতে (Adani issue) প্রতিবাদ সভার অনুমতি মেলেনি বলে অভিযোগ। উপাচার্যকে ( Vice Chancellor) অপসারণের দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের(Rabindra Bharati University ) সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা (all bengal Shikshabandhu Samiti)। এব্যাপারে উপাচার্যর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, বাইরের লোকেদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সভা করতে অনুমতি দেওয়া হয় না। বিক্ষোভের জেরে পঠনপাঠনের পরিবেশ নষ্ট হয়েছে।