Election Commission: ২৬-এর বিধানসভা ভোটের আগে আজ সর্বদলীয় বৈঠক । ABP Ananda LIVE
ABP Ananda LIVE: '২৬-এর বিধানসভা ভোটের আগে আজ সর্বদলীয় বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দুপুরে বৈঠক । রাজ্যে ভোটার বিন্যাসের উপর ভিত্তি করে আরও ১৪ হাজার বুথ বাড়তে চলেছে । এই নিয়ে বিশদে আলোচনা করতে আজ সর্বদলীয় বৈঠকের ডাক । যে বুথে ১ হাজার ২০০-এরও বেশি ভোটার আছে, তা ভেঙে নতুন বুথ তৈরির পরিকল্পনা, খবর সূত্রের । সেই নিয়েই সমস্ত রাজনৈতিক দলের মতামত শোনা হবে আজকের বৈঠকে । পাশাপাশি, হাইরাইজ বিল্ডিং গুলিতে বুথ তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে
আরও খবর...
নিয়োগ দুর্নীতি মামলায় SSC-কে সাতদিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়ী করল সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টই বলেন, মধ্যশিক্ষা পর্ষদ, SSC, রাজ্য সরকার গন্ডগোল করেছে, আর আদালতকে দোষারোপ করা হচ্ছে? এটা কি ঠিক?
নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কোনও মন্ত্রী চেয়েছিলেন তাঁর প্রার্থীরা থাকুক। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির মামলায় এমনই মন্তব্য় করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত SSC-র উদ্দেশে প্রশ্ন তুলল, দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে কেন? এই পর্যবেক্ষণকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।