Malda TMC: ১০০ দিনের প্রকল্পে দেড় কোটি আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Continues below advertisement

মালদার গাজোলে ১০০ দিনের প্রকল্পে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও কর্মীদের একাংশের বিরুদ্ধে। গাজোলের করকচ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, জৈব সার উৎপাদনের কাজ না করেই, ১০০ দিনের প্রকল্পের দেড় কোটি আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান ফুলমণি হাঁসদা ও পঞ্চায়েত অফিসের কর্মীদের একাংশ। মালদার জেলাশাসকের কাছে অভিযোগও জানিয়েছেন গ্রামবাসীরা। বিজেপির দাবি, ১০০ দিনের প্রকল্পে জেলাজুড়ে ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। যারা চুরি করেছে তাদের জেলে ঢোকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করলে রেয়াত করা হবে না, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram