Football : থামছে না সবুজ মেরুন-লাল হলুদের রেষারেষি ! বাগান সচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলের
বাগানের আইএসএল জয়ের পরও থামছে না সবুজ মেরুন-লাল হলুদের রেষারেষি। বাগান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলের এর কারযকরী কমিটির সদস্য রজত গুহর। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার ইনভেস্টরের অফিসের বাইরে যারা বিক্ষোভ দেখিয়েছিল, তারা ইস্টবেঙ্গলের সদস্য নয়, দেবব্রত সরকারের লোক - একথা ইস্টবেঙ্গল চেয়ারম্যান আদিত্য আগরওয়াল কে এসএমএস করে জানান দেবাশিস দত্ত। লাল হলুদের অভ্যন্তরীন ব্যাপার বলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন বাগান সচিব।