100 Days Work Corruption: ১০০ দিনের কাজে 'দুর্নীতি', মালদায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
একশ দিনের প্রকল্পে (100 Days Work) পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধে। মালদার (Malda) জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গাজোলের (Gajol) দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর একাংশ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।