SSKM Hospital: এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে বেড না পেয়ে রোগিণীর মৃত্যুর অভিযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

Kolkata News: এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে বেড না পেয়ে রোগিণীর মৃত্যুর অভিযোগ। অভিযোগ, হাসপাতালের বিভাগের বাইরে পড়ে থেকে মৃত্যু হাওড়া থেকে আসা রোগিণীর। মৃতার নাম আকলিমা বেগম, মৃতার বয়স ৬৫। গতকাল রাতে ৮.৩০টার সময় শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে আসেন আকলিমা. হাওড়ার জগৎবল্লভপুরের এক হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল আকলিমাকে এসএসকেএমের জরুরি বিভাগ থেকে তাঁকে পাঠানো হয় কার্ডিওলজি বিভাগে. অভিযোগ, কার্ডিওলজি বিভাগ ভর্তির কথা লিখে দিলেও, মেলেনি বেড। মধ্যরাতে রোগিণীকে রেফার করা হয় ন্যাশনাল মেডিক্যালে, দাবি পরিবারের। ন্যাশন্যাল মেডিক্যালেও মেলেনি বেড, ভোররাতে অসুস্থ আকলিমাকে নিয়ে আসা হয় এসএসকেএমে, দাবি পরিবারের। এসএসকেএমের জরুরি বিভাগ আউটডোরে দেখাতে পরামর্শ দেয়, দাবি পরিবারের। আউটডোরে বলা হয় ভর্তির দরকার নেই, দাবি মৃতার পরিবারের। আউটডোর থেকে বাইরে বেরনোর পরেই রোগিণীর মৃত্যু। বারবার ফোন করা হলেও ফোন ধরেননি হাসপাতাল কর্তৃপক্ষ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram