Birbhum News: সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পীর থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE: সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পীর থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের পরিচয় দিয়ে শান্তিনিকেতনের পূর্ব পল্লিতে সঙ্গীত শিল্পী সুনিধি নায়েককে যোগাযোগ করে অভিযুক্তরা। ব্যাঙ্কে আর্থিক তছরূপের অভিযোগ তাঁকে গৃহবন্দি করা হয়েছ বলা হয়। সঙ্গীত শিল্পী ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা। অভিযুক্তদের অ্যাকাউন্টে সাড়ে পাঁচ লক্ষ টাকা পাঠাতে বলা হয়। টাকা পেয়েই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্তরা। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন সঙ্গীত শিল্পী।  শান্তিনিকেতন থানা ও এসডিপিও অফিসের ১০০ মিটারের মধ্যে সুনিধি নায়েকের বাড়ি। ঘটনার সময় বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনকে ঘুরতে দেখেছেন বলে দাবি সঙ্গীত শিল্পীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর..  

আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালাল ED. সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।

চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার, তৃণমূল বিধায়ক এবং আর জি কর মেডিক্য়াল কলেজেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করল CBI. গতকাল দুপুরে সিঁথির মোড়ে তাঁর বাড়িতে যান CBI-এর আধিকারিকরা। প্রায় দেড়ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ-পর্ব। 

আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালাল ED. সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram