Junior Doctors: স্বাস্থ্য়ব্য়বস্থার খোলনলচে বদলানোর লড়াই,দৃপ্তকণ্ঠে বিচার চাইছেন জুনিয়র ডাক্তাররা

Continues below advertisement

এদের বাড়ি বিভিন্ন জায়গায়। প্রত্য়েকেই আলাদা আলাদা মতাদর্শের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। মিল বলতে একটাই, এরা সবাই জুনিয়র ডাক্তার। গত উনচল্লিশ দিন ধরে, এদের ডাকেই সাড়া দিয়ে, রাজ্য়ের কোনায়-কোনায় পথে নামছে নাগরিক সমাজ। এরাই রোদ-জল-ঝড় উপেক্ষা করে, রাজ্য়ের স্বাস্থ্য়ব্য়বস্থার খোলনলচেটা বদলানোর জন্য় লড়াই করছেন, দৃপ্তকণ্ঠে বিচার চাইছেন। 

লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহকপাট। স্বাস্থ্য ভবন অভিযানে তাঁদের মস্তিষ্ক, চোখ হাতে মিছিল, মানুষকে ভাবতে বাধ্য করেছিল এভাবেও ভাবা যায়? বাড়ি আলাদা আলাদা জেলায়...আলাদা আলাদা জায়গায়... মতাদর্শগতভাবেও নানা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত। পড়াশোনাও ভিন্ন ভিন্ন মেডিক্য়াল কলেজে কিন্তু, গত উনচল্লিশ দিন ধরে, এরা নিজেরাই একজোট হয়ে, একজোট করেছে গোটা বাংলাকে। এদের পরিচয় এখন একটাই, এরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। যারা শক্তিমান সরকারকেও ঝুঁকতে বাধ্য় করেছে।                          

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram