Raj Bhaban: রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে পথে তৃণমূলের শিক্ষা সেল। ABP Ananda Live
রাজভবনে (Raj Bhaban) শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে পথে তৃণমূলের শিক্ষা সেল। তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযানে ধুন্ধুমার। সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি তৃণমূলের শিক্ষা সেলের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, গ্রেফতার ৫৭।
রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয় বঙ্গ রাজনীতি। ঘটনার দিনের ১ ঘণ্টারও বেশি সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্য়ে আনে রাজভবন। কিন্তু ফুটেজ থেকে কিছুই স্পষ্ট হয়নি, উল্টে কীভাবে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা এক তরুণীর মুখ এভাবে প্রকাশ্য়ে আনে রাজভবন, তা নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক।
রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগ ঘিরে যখন অস্বস্তিতে রাজ্য়পাল, তখন রাজ্য়পালের বিরুদ্ধে এক নৃত্য়শিল্পীর ধর্ষণের অভিযোগে নবান্নে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছেন পুলিশ কমিশনার। লালবাজার সূত্রে দাবি, ২০২৩ সালের অক্টোবরে এক নৃত্যশিল্পী নবান্নে রাজ্য়পাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ জানান। পুলিশের কাছে নৃত্যশিল্পীর দাবি, তাঁর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় সাহায্যের আশ্বাস দিয়ে নয়াদিল্লির একটি হোটেলে ডেকে তাঁকে ধর্ষণ করেন রাজ্য়পাল। পুলিশ সূত্রে দাবি, নৃত্য়শিল্পী তাঁর অভিযোগে বলেন, রাজ্যপালের এক আত্মীয় তাঁকে বিমানের টিকিট কেটে দেন। ৫ ও ৬ জানুয়ারি দিল্লির পাঁচতারা হোটেলে ঘরও বুক করে দেন রাজ্য়পালের ওই আত্মীয়। সূত্রের দাবি, রাজ্যপাল তখন দিল্লির বঙ্গভবনে ছিলেন। নিরাপত্তারক্ষী ছাড়াই তিনি হোটেলে যান ওই নৃত্য়শিল্পীর সঙ্গে দেখা করতে। অভিযোগ, এরপরই তাঁকে ধর্ষণ করেন সি ভি আনন্দ বোস