North 24 Pargana:রাতে দুষ্কৃতী হামলা,তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ|ABPAnandaLive

North 24 Pargana: দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargana) মগরাহাটে তৃণমূলের (TMC) জয়ী পঞ্চায়েত সদস্য খুন। রাতে একদল দুষ্কৃতী এসে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। প্রথমে গুলি, গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাড়া করে ধারাল অস্ত্রের কোপ দেওয়া হয় বলে খবর। গুলিতে জখম হয়েছেন নিহতের সঙ্গী। মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে পঞ্চায়েত সদস্যকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যে মইমুর ঘরামির। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যবসা সংক্রান্ত কারণেই খুন হয়েছেন ওই ব্যক্তি । আজ দেহের ময়নাতদন্ত হবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে । ভোটপর্ব মিটলেও অব্যাহত সন্ত্রাস। নদিয়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। সেখানে খুন হলেন তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola