Kaliya Gunj: কালিয়াগঞ্জে এবার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ | ABP Ananda LIVE
Kaliyagunj: নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে এবার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন। বছর তেত্রিশের মৃত্য়ুঞ্জয় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাত। ২টো নাগাদ ৩টে গাড়িতে চড়ে কালিয়াগঞ্জের চাঁদগাঁয় বিষ্ণুর বাড়িতে হানা দেয় পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বাবা ৭৫ বছরের।সদেন বর্মনকে তুলে নিয়ে যায়। সেইসময় গ্রামবাসীরা বাধা দেওয়ায়, পুলিশ ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি বিজেপি কর্মী মৃত্যুঞ্জয়ের বুকে লাগায় তাঁর মৃত্যু হয়।আরেকটি গুলি এখনও রাস্তায় পড়ে। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।