Burdwan University: বিশ্ববিদ্যালয় চত্বরে মদ্যপানের আসর, হুমকি! ফের 'সুপার সিনিয়র' দাপটের অভিযোগ

Continues below advertisement

একদিকে বুধবার যখন 'বহিরাগত' প্রবেশের অভিযোগে তুলকালাম বাধল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। ঠিক তখনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিতে বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এল। বহিরাগতদের উপস্থিতিতে নিয়মিত বসছে মদ্যপানের আসর! এমনটাই অভিযোগ করেছেন হস্টেল কর্মীদের একাংশ। অভিযোগ, মুখ খুললে দেওয়া হচ্ছে হুমকিও। এই অভিযোগের ভিত্তিতে কাল ১১টি হস্টেলের সুপারকে বৈঠকে ডাকার পাশাপাশি হস্টেলগুলিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহ উপাচার্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram