Beniapukur : পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পানশালার ব্যান্ডমাস্টার | ABPAnandaLIVE

10tay 10dik seg2: পানশালার গায়িকাকে(Singer) ধর্ষণের অভিযোগ। বেনিয়াপুকুর থানা এলাকার পানশালার ঘটনা। পানশালার(bar) ব্যান্ডমাস্টারের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের। পানশালায় হানা দিয়ে ব্যান্ডমাস্টারকে গ্রেফতার করল পুলিশ এদিকে পোস্টমর্টেম(post mortem) রিপোর্টে এক, আর পুলিশের চার্জশিটে আরেক তথ্য। কাকদ্বীপে(kakdwip) সিপিএম কর্মী, দম্পতির খুনের তদন্তে এই অসামঞ্জস্য, পুলিশের(police) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বোঝাই যাচ্ছে দলদাসে পরিণত হয়েছে পুলিশ। কটাক্ষ করেছে সিপিএম(cpm)। সিপিএমই চক্রান্ত করেছিল। পাল্টা দাবি করেছেন নিহতের পরিবারের অভিযোগপত্রে নাম থাকা তৃণমূলের পঞ্চায়েত সদস্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola