Suvendu Adhikari: স্লোগান লেখা টি শার্ট, শুভেন্দুর বিরুদ্ধে থানায় তৃণমূল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চোর স্লোগান লেখা টি শার্ট, শুভেন্দুর বিরুদ্ধে থানায় তৃণমূল। জাতীয় সঙ্গীত 'অবমাননা' পর এবার চোর স্লোগান লেখা টিশার্টে নালিশ। শুভেন্দু অধিকারীর-সহ (Suvendu Adhikari) বিজেপি (BJP) বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ। হেয়ার স্ট্রিট, ময়দান থানায় শুভেন্দুদের বিরুদ্ধে নালিশ তৃণমূলের। মুখ্যমন্ত্রীর চেয়ারকে অসম্নানের অভিযাগে থানায় তৃণমূল (TMC)। বাংলার মানুষের ভাবাবেগে আঘাতের অভিযোগ তৃণমূলের।