Morning Headline: পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে অপহরেণর অভিযোগ। ABP Ananda LIVE
West Bengal News :পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে অপহরেণর অভিযোগ। ৩ বিজেপি ও এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের।
Panchayat Election: তৃণমূল প্রার্থীকে বিনা লড়াইয়ে জেতাতে বিডিও-এসডিওর হাত! উলুবেড়িয়ার এসডিও-বিডিও-সহ ৩ আধিকারিককে সাসপেন্ডের সুপারিশ কোর্ট নিযুক্ত কমিশনের।
Panchayat Election 2023:চক্রান্ত করে বাম প্রার্থীর মনোনয়ন বাতিল! উলুবেড়িয়ার গ্রাম পঞ্চায়েতের আসনে ফের ভোটের নির্দেশ হাইকোর্টের। জয়ী তৃণমূল প্রার্থীর লড়াইয়ে নিষেধাজ্ঞা।জয়ী প্রার্থীতে নিষেধাজ্ঞা
Mamata Banerjee: ভোট-সন্ত্রাস নিয়ে উত্তপ্ত বিধানসভা। শান্তিপূর্ণ ভোট, মাত্র ৭টি জায়গায় অশান্তি, দাবি মুখ্যমন্ত্রীর। যারা ভোট দিতে পারেনি, তাদের জবাব চব্বিশে, পাল্টা শুভেন্দু।
Suvendu Adhikari: নন্দীগ্রামে হার নিয়ে ফের বিরোধী দলনেতাকে আক্রমণে মুখ্যমন্ত্রী। লোডশেডিং করে জয়ের অভিযোগ। প্রতিবাদে বিজেপির ওয়াকআউট।
Manipur Violence: ভোট ভাগাভাগিতে বাংলাতেও মণিপুরের মতো হিংসা চাইছে বিজেপি। অভিযোগ মুখ্যমন্ত্রীর। দিল্লিতে গোপন বৈঠকের দাবি। ব্যর্থ হয়ে মণিপুর-ঢাল, পাল্টা বিজেপি।
Recruitment Scam: এবার একাদশ-দ্বাদশেও বেআব্রু শিক্ষক নিয়োগ দুর্নীতি। নম্বরে দেদার কারচুপি, কবুল করল এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯০৭ জনের তালিকা প্রকাশ।
Recruitment Scam: চাকরির জন্য নম্বরে দেদার কারসাজি, এসএসসির তালিকায় উত্তর দিনাজপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতি।
Abhishek Banerjee: এবার ইডির নথিতে অভিষেকের নাম। নেতার বার্তা মানিকের কাছে পৌঁছে দিতেন কালীঘাটের কাকু, দাবি এজেন্সির। কুন্তলের সঙ্গেও ঘনিষ্ঠতার অভিযোগ।
Abhijeet Gangopadhyay: ভগবান কে বুঝতে না পারলে, ঠাকুরঘরে যান, চিনে যাবেন। নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ২ কোর্টে এসএসসির ২ রকম বয়ানের অভিযোগ।
Sujay Krishna Bhadra: কালীঘাটের কাকুর আর্জি খারিজ। বেসরকারি হাসপাতাল নয়, বাংলার গর্ব এসএসকেএমেই হবে চিকিৎসা, জানিয়ে দিল আদালত। খারিজ জামিনের আবেদন।
Abhishek Banerjee: আজ সুপ্রিম কোর্টে শুনানি। কোর্টকে জানিয়ে দুবাই গেলেন অভিষেক।
Coochbehar News: কোচবিহারে গণধর্ষণের পর নির্যাতিতার মৃত্যু, আতঙ্কে কাঁপছে পরিবার।
Malda Incident :বিবস্ত্র করে মারধরের পর বিনা দোষে গ্রেফতার। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি নির্যাতিতার।।
Dengue : উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। সময়মতো ব্লাড টেস্ট, রাখতে হবে পর্যাপ্ত কিট। প্রস্তুত থাকতে সবরকম পরিস্থিতির জন্য। মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে নির্দেশ স্বাস্থ্যসচিবের।
FootBall: কলকাতা লিগে গড়াপেটার অভিযোগ। চুঁচুড়ায় পিয়ারলেস-টালিগঞ্জ ম্যাচে গড়াপেটার অভিযোগ। তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ আইএফএ। কমিশনারকে চিঠি।
Ratan Tata: ইস্টবেঙ্গলের 'ভারত গৌরব' সম্মান পাচ্ছে রতন টাটা। বর্ষসেরা ফুটবলার ক্লেইটন সিলভা। ১ অগাস্ট ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবসে জানানো হবে সম্মান।