Bhangar: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। নৌশাদ সিদ্দিকির দলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও তুলেছে তৃণমূল কংগ্রেস। বোমাবাজির জেরে আহত এক শিশু-সহ ৭ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে SSKM হাসপাতালে। বাকিরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহতদের দেখতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক সওকত মোল্লা। রাতে আহতদের দেখতে এসএস কে এমে যান অরুপ বিশ্বাস, সায়নী ঘোষ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি আইএসএফের তরফে। শনিবার শেষদফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভাতেও ভোট রয়েছে। এর আগে বুধবার ভাঙড়ের ভগবানপুরে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও আইএসএফ।