MBBS Scam: MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ABP Ananda Live

Continues below advertisement

MBBS-এ ভর্তি ঘিরেও উঠল অনিয়মের অভিযোগ। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে তপশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তপশিলি জাতির পড়ুয়াকে ভর্তির অভিযোগ উঠল। জাতিগত শংসাপত্র ভুয়ো হলে তাঁদের ভর্তি বাতিল হবে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বহু প্রার্থী সরকারি কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ। যাঁরা আদৌ তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত নন, তাঁরাও সেই কোটায় পড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ। গতকাল ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন (Director Of Mediacl Education), দেবাশিস ভট্টাচার্যকে আদালতে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় Abhijit Ganguly)। সেই মতো আদালতে হাজির হন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ-সহ সংশ্লিষ্ট সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের থেকে মামলায় নাম থাকা বিতর্কিত পডুয়াদের নাম, ঠিকানা-সহ বিস্তারিত তথ্য তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই পড়ুয়াদের মামলায় পক্ষ করার নির্দেশ দেন বিচারপতি। তাঁদের জাতিগত শংসাপত্রও তলব করা হয়েছে। জাতিগত শংসাপত্র ভুয়ো হলে, ভর্তি বাতিল করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, শূন্যপদে সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা। দোষী পড়ুয়াদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। এই পড়ুয়াদের পরে ডেকে পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram