Durgapur: পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, দুর্গাপুরে রাস্তা অবরোধ। ABP Ananda Live
নাবালিকা ধর্ষণের অভিযোগ তোলাতে অভিযোগকারিণীর পরিবারকে চাপ। এই নিয়ে নালিশ জানানোর পর পুলিশ সক্রিয় হলে, পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে দুর্গাপুরে গভর্নমেন্ট কলেজের সামনে রাস্তা অবরোধ করল বাউড়ি সমাজের একাংশ। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ২০ অক্টোবর নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয়। এরপর গ্রেফতারও হয় অভিযুক্ত। নির্যাতিতার দাবি, ধর্ষণের অভিযোগ তোলাতে বাড়িতে গিয়ে চাপ দিচ্ছে বাউড়ি সমাজের একাংশ। অভিযোগ পেয়ে সক্রিয় হলে, পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এদিন পথ অবরোধ করে অভিযুক্তপক্ষ।
Tags :
Agitation Bangla News West Burdwan ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS