Fake Army Officer: সেনাবাহিনীতে চাকরির নামে লক্ষাধিক টাকার 'প্রতারণা', সাঁকরাইল থেকে গ্রেফতার 'ভুয়ো' আর্মি অফিসার
ভুয়ো আইএএস (Fake IAS), ভুয়ো সিবিআই (Fake CBI Officer), ভুয়ো সিবিআই (Fake CBI Lawyer) আইনজীবীর পর এবার কি ভুয়ো আর্মি অফিসার? এবার সেনা জওয়ান পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি। লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেফতার রাজেশ প্রসাদ নামে এক ব্যক্তি। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি প্রকৃত সেনা জওয়ান কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজেশের বিরুদ্ধে। শুধু পশ্চিমঙ্গই নয় বিহার ও উত্তরপ্রদেশেও প্রতারণার জাল বিস্তার করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের দিয়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে নিয়োগের নামে ফর্ম ফিলাপ করাতেন তিনি। এরপর বিশ্বাস অর্জনের জন্য নিয়ে যেতেন পুণেতে। সেখানে ফাঁকা মাঠে হত শারীরিক পরীক্ষা। এরপর হাতে দেওয়া হত সার্টিফিটিকেট। স্টেপ বাই স্টেপ এক লক্ষ করে টাকা নিতেন অভিযুক্ত রাজেশ প্রসাদ।