Amar Jawan Jyoti: প্রধানমন্ত্রীর না আছে দেশপ্রেমিক মনোভাব না আছে পরম্পরার বোধ, কটাক্ষ সুজনের | Bangla News

Continues below advertisement

নিভতে চলেছে দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti), খবর এএনআই-এর। অগ্নিশিখা নিয়ে গিয়ে মিলিয়ে দেওয়া হবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "দেশের প্রধানমন্ত্রী যদি এত অপদার্থতার অংশীদার হন, তাহলে তা সত্যিই বিপজ্জনক। কেন সরাতে হবে? দেশরক্ষার বাহিনীর বীরত্বের গাঁথা আমাদের কাছে গর্বের। পরিষ্কার যে প্রধানমন্ত্রীর না আছে দেশপ্রেমিক মনোভাব না আছে পরম্পরার বোধ।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram