Amartya Sen: 'আমাকে দু'চার ঘা দিলে হয়তো দিল্লির উপকার হতে পারে', বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অমর্ত্য সেন

Continues below advertisement

জমি-বিতর্কের মাঝেই বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অমর্ত্য সেন (Amartya Sen)। 'উনি মনে করতে পারেন, আমাকে দু'চার ঘা দিলে দিল্লির (Delhi) উপকার হতে পারে'। 'উপাচার্য কী করবেন, সেটা অনুমান করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের কাজে আমি সন্তুষ্ট নই, উনি সম্ভবত সন্তুষ্ট। ছেলেবেলা থেকে এখানে আছি, জমি আমার নয়, ওদের কীভাবে হল? ১৯৪৩ সালে আমার বাবা জমির লিজ নেন, লিজের নথিতেই উল্লেখ রয়েছে', জমি-বিতর্কে বিশ্বভারতীকে আক্রমণ করে পাল্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram