Amdanga Update: নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। ABP Ananda Live
Continues below advertisement
নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে বিক্ষোভের মুখে রফিকুর রহমান। তৃণমূলের বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ রূপচাঁদের আত্মীয় এবং গ্রামবাসীদের। দোষীরা এখনও কেন গ্রেফতার হচ্ছে না, অভিযোগ তুলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। গ্রামবাসীদের আশ্বস্ত করে ৪দিন সময় চেয়েছেন রফিকুর রহমান। চারদিনের মধ্যে ব্যবস্থা নাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস। গত ১৭ নভেম্বর দুষ্কৃতীদের বোমায় খুন হন রূপচাঁদ মণ্ডল।
Continues below advertisement
Tags :
Agitation Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News TMC MLA Youtube TMC Workers ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel