Amdanga News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, চলল গুলি! ABP Ananda Live
ABP Ananda Live: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তুমুল অশান্তি, চলল গুলি। প্রেমিকার স্বামীকে গুলি পঞ্চায়েতের উপপ্রধানের ছেলের। গুলি চালানোর অভিযোগ তারবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরিফুলের বিরুদ্ধে। আমডাঙার মশিয়ার রহমানের বউকে নিয়ে এর আগে পালিয়ে গিয়েছিল আরিফুল। পরে মশিয়ারের স্ত্রী বাড়িতে ফিরলেও, তাঁর সঙ্গে সম্পর্ক ছিল আরিফুলের। সম্পর্কের জেরে তুমুল অশান্তি চলছিল, তার জেরেই গুলি। গুলি চালানোর অভিযোগে গ্রেফতার আরিফুল মণ্ডল। মুখে গুলি লেগেছে মশিয়ার রহমানের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মশিয়ার। পুলিশের দাবি, গুলি নয়, ধারাল অস্ত্রের আঘাতে জখম মশিয়ার।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা। কাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। সভার আগে প্রধানমন্ত্রীর কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বড় কাটআউট। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি-সহ ব্যানার, হোর্ডিংও লাগানো হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্রধান রাস্তা বক্সা ফিডার রোড মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতিও চলছে জোরকদমে।