Amherst street case Update: 'আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে এখনই দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন নেই', জানাল হাইকোর্ট। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে (Amherst street case) এখনই দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন নেই, 'দেহে কোনও আঘাতের চিহ্ন থাকলে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়'। 'ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, আঘাতের কোনও চিহ্ন নেই', 'ব্রেন হেমারেজের কারণে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা', এখনও পর্যন্ত পুলিশের কোনও পদক্ষেপ অবৈধ বলে মনে হচ্ছে না, মন্তব্য প্রধান বিচারপতির, সিসিটিভি ফুটেজ (CCVT Footage) সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের,'অশোক সিংহকে (Ashoke Singh) থানায় চুরির ফোন জমা দিতে বলা হয়েছিল', তিনি সম্ভবত নার্ভাস হয়ে গিয়েছিলেন, আদালতে দাবি রাজ্য সরকারের আইনজীবীর। আমহার্স্ট স্ট্রিট থানায় পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগে মামলা, ২৩ নভেম্বর পরবর্তী শুনানি। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram