Adeno Virus Panic : অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে আরও ১ শিশুর মৃত্যু
Continues below advertisement
অ্যাডিনো-আতঙ্কের ( Adeno Panic ) মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে ( B C Roy Hospital ) আরও ১ শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৭ জন শিশুর। শনিবার ভোররাতে বনগাঁর হেলেঞ্চার বাসিন্দা ৭ মাসের শিশুর মৃত্যু।
৯ দিন বি সি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। বনগাঁ হাসপাতাল থেকে তাকে বি সি রায় হাসপাতালে রেফার করা হয়েছিল । পরিবারের দাবি, জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে
Continues below advertisement