AMit Shah: পশ্চিমবঙ্গ আজ তৃণমূলের তোষণমূলক রাজনীতির ফলে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে: শাহ

Continues below advertisement

ABP Ananda LIVE : 'রাজ্যের মূল ২টি সমস্যা, দুর্নীতি আর অনুপ্রবেশ। দুর্নীতি আর অনুপ্রবেশ, প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। মা-মাটি-মানুষের সরকারে মা-বোনেরা বিপন্ন। রাজ্যের মাটি দখল করছে অনুপ্রবেশকারীরা। যাঁরা এই রাজ্যের মানুষ, তাঁরাই আজ জমি-হারা। ভাববেন না কলকাতাও নিরাপদ। পরে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এটা সহ্য করবেন, না আটকাতে চাইবেন? এটা না চাইলে, তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে।' কলকাতার বুথ সদস্যদের বৈঠকে বার্তা অমিত শাহের: সূত্র 

পোস্টিং ভিন্ রাজ্যে, নোটিস পেয়ে হয়রান BSF, নৌসেনাকর্মীরাও, ভার্চুয়াল SIR-শুনানি চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে SIR-এর ভার্চুয়াল শুনানির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন, তাঁদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে, করা হোক ভার্চুয়াল শুনানি। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছে কমিশন, এমনটাই দাবি করেছেন অভিষেক। এ নিয়ে বিজেপি যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছে। (Abhishek Banerjee)

বিধানসভা নির্বাচনের আগে SIR-শুনানি ঘিরে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ভার্চুয়াল SIR-শুনানির দাবি জানালেন অভিষেক। দেশের সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হলে, নির্বাচন কমিশন কেন ভার্চুয়াল শুনানি করবে না, প্রশ্ন তুললেন তিনি। (SIR in Bengal)

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola