Amit Shah: আজ বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাত ৯.৩০: কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ । রাত ৯.৫০: বাইপাসের ধারে একটি হোটেলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বেশ কয়েকটি ঘরোয়া বৈঠক করার কথা । কাল সকালে ১১টা নাগাদ হোটেল থেকে বেরোবেন তিনি । সকাল ১১.১৫: প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ । দুপুর ২.১৫: নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন । বিকেল ৪: স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা । তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ
আরও খবর...
বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকিকাণ্ডে আজ অনুব্রত মণ্ডলকে তলব বোলপুরের এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ । সকাল ১১টায় হাজিরার কথা ছিল, ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত । অনুব্রতর বদলে এসডিপিও অফিসে গেলেন কেষ্টর ৫ আইনজীবী । কেষ্টর আইনজীবীরা এসডিপিও অফিস ঘুরে যাওয়ার পর বৈঠকে পুলিশ আধিকারিকরা । সৌজন্য-সাক্ষাৎ, প্রতিক্রিয়া অনুব্রতর আইনজীবীদের । দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা কেষ্টর বিরুদ্ধে । কেষ্টর বিরুদ্ধে পুলিশের FIR, অফিসে গিয়ে হাজিরার নোটিস । কদর্যভাষায় বোলপুর থানার IC-কে হুমকি, ক্ষমা চেয়েই সাতখুন মাফ? গতকাল থেকে কেষ্টকে গ্রেফতারের দাবি তুলছেন বিরোধীরা । অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেবে পুলিশ?