Amit Shah Meeting: ধর্মতলায় অমিত শাহর সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি, এইমুহূর্তে কী ছবি? ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: কলকাতায় (Kolkata) আজ 'দুর্নীতি' বনাম 'বঞ্চনা'র লড়াই। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় (Dharmatala) অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ বিজেপির মেগা ইভেন্টে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা। বাধা দিলে পরিণাম ভাল হবে না, হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির। অমিত শাহ এলেও বঙ্গ রাজনীতিতে কোনও প্রভাব পড়বে না, পাল্টা কুণাল (Kunal Ghosh)। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
BJP Rally Amit Shah BJP *Amit Shah Union Minister Amit Shah Lok Sabha Polls 2024 Amit Shah Kolkata Rally BJP Rally In Kolkata Amit Shah Kolkata Visit Amit Shah 29th Kolkata Rally Amit Shah Bengal Rally Amit Shah BJP Rally