Amit Shah: রাজ্যে এসে ছাব্বিশে পরিবর্তনের ডাক শাহর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বাংলা থেকেই বিজেপির শুরু, সেদিনের বীজ আজ বটবৃক্ষ' । বাংলায় ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবেই' । বিজেপির একমাত্র লক্ষ্য উন্নয়ন: অমিত শাহ । সোনার বাংলা গড়তে বিজেপিতে যোগ দিন: অমিত শাহ । রাজ্য সরকারের মদতে বাংলায় অনুপ্রবেশ: অমিত শাহ । এখন রবীন্দ্র সঙ্গীতের বদলে বাংলায় বোমের আওয়াজ শোনা যায়' । 'গরু পাচার থেকে কয়লা পাচার, বাংলায় সব ক্ষেত্রেই দুর্নীতি' । সন্দেশখালি থেকে আর জি কর, বাংলায় মহিলারা নিরাপদ নন' । বাংলায় গুন্ডামি ও সিন্ডিকেট-রাজ চলে: অমিত শাহ । 'বিজেপি কয়েকটি সিট কম পাওয়ায় মমতা খুব খুশি হয়েছেন' । 'মাত্র ২টি আসন থেকে ৩৭০টি আসনে পৌঁছনো দল বিজেপি', মন্তব্য অমিত শাহের

আরও খবর..

রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালকালীনই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের (East Medinipur) একটি খাল থেকে উদ্ধার হল বস্তা বস্তা চাল। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ২০০টি চালের বস্তার গায়েই সরকারি ছাপ রয়েছে। এর ফলে এই চালের বস্তাগুলিকে (Rice bag) রেশনের বলে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাও ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ব্রিজের নিতে খালের মধ্যে চালের বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে চালের বস্তাগুলো খাল থেকে তোলে। কে বা কারা এভাবে খালের মধ্যে চালের বস্তা ফেলল, কী কারণে ফেলল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূল কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram