Amit Shah: বাঙালি-আবেগ অস্ত্রে TMC-র শান, পাল্টা কী রণকৌশল BJP-র? আজই দিল্লিতে বৈঠকে শাহ

ABP Ananda LIVE: বাংলা বনাম বাংলাদেশি বিতর্কের মধ্যেই তৃণমূল-বিজেপির মেগা বৈঠক। তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ভার্চুয়ালিতে দিল্লিতে সাংসদদের সঙ্গে তৃণমূলনেত্রীর বৈঠক। আজই দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে অমিত শাহ। বাঙালি-আবেগ অস্ত্রে তৃণমূলের শান, পাল্টা কী রণকৌশল বিজেপির? আজই দলীয় সাংসদদের দিশা স্থির করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

 

WB News Live Update: 'অসম সীমান্তবর্তী এলাকা, বাংলাভাষা নিয়ে আন্দোলনে জোর দিতে হবে', বার্তা অভিষেকের

'অসম সীমানাবর্তী এলাকা, বাংলাভাষা নিয়ে আন্দোলনে জোর দিতে হবে'। 'কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে'। 'ব্লক ভিত্তিক প্রচারে আরও বেশি করে জোর দিতে হবে'। জেলাওয়াড়ি বৈঠকে নেতাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র । 'সবাইকে সবার সাথেই চলতে হবে, এক ইঞ্চি জমি কাউকে ছাড়া হবে না'। 'এলাকায় বেশি জোর দিতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখা চলবে না'। ক্যামাক স্ট্রিটে কোচবিহার নেতৃত্বকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র। 'পাড়া সমাধানে উপস্থিত থেকে বুঝবেন মানুষ কি চাইছে, দূর করতে হবে অসুবিধা'। ছাব্বিশের ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola