Amogh Lila Das: রামকৃষ্ণ-বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্যে তোলপাড়, অবশেষে ক্ষমা চাইলেন অমোঘ লীলা

রামকৃষ্ণদেবের (Ramakrishna Paramahansa) ‘যত মত তত পথ’ বাণী এবং স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) একটি বাণীকে উদ্ধৃত করে অমোঘ লীলা দাসের (Amogh Lila Das) মন্তব্যে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সোশাল মিডিয়াতেও উঠেছিল বিরুদ্ধ ঝড়। অমোঘ লীলার ওই বক্তব্যের জন্য নিন্দা করে তাঁকে ১ মাসের জন্য নিভৃতবাসে পাঠানোর কথা জানিয়েছিল ইসকনও (Iskcon)। সেই প্রেক্ষাপটে এবার একটি ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন অমোঘ লীলা দাস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola