Amtala News: 'পুলিশের ওপর হামলার ঘটনা কাম্য নয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে', আমতলার ঘটনা নিয়ে পুলিশ
ABP Ananda LIVE: আমতলায় ওয়াকফ-বিক্ষোভে গ্রেফতার ৩ । 'পুলিশের ওপর হামলার ঘটনা কাম্য নয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে' । 'একটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে, প্রচুর জমায়েত হয়েছিল' । 'অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা, বারুইপুর পুলিশের একটি জিপ যাওয়ার সময় বচসা' । বচসা থেকে গাড়ি ভাঙচুর, ৩ জন গ্রেফতার, বাকিদের খোঁজ চলছে, জানাল পুলিশ । মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলাতেও আমতলা প্রসঙ্গ । 'আমতলা থানা গতকাল কয়েকজনকে গ্রেফতার করেছিল' । 'তারপর তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অশান্তি শুরু হয়'
হাইকোর্টের স্পেশাল বেঞ্চে অভিযোগ শুভেন্দু অধিকারীর আইনজীবীর
আরও খবর...
হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'এটা বাংলার মানুষেরই বড় জয়। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের, যারা জেহাদি, মৌলবাদী এবং পুলিশের দ্বারা আক্রান্ত। এটা মমতা সরকারের জন্য বড় থাপ্পড়। এটা রাজীব কুমারের জন্যও বড় থাপ্পড়।'
ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেল ৪.৩০ নাগাদ স্পেশাল বেঞ্চ বসে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামামো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।