Ananada Sakal (3): অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে ট্রেনে আগুন বিক্ষোভকারীদের

Continues below advertisement

সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। আজ বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন। রেল সূত্রে খবর, ২টি বগি আগুনে পুড়ে গেছে। তবে এখনও হতাহতের কোনও খবর নেই।  
তবে এইভাবে পরের পর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

বিহারের আরা সহ বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। আরার কুলহরিয়া স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ হচ্ছে। এর জেরে আরা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে একের পর এক ট্রেন।  

বেগুসরাই স্টেশনেও শুরু হয়েছে বিক্ষোভ।  


বিক্ষোভ হয়েছে বক্সারের দুমরা স্টেশনে। সেখানে লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়।   

উত্তরপ্রদেশের বালিয়াতেও পরিস্থিতি উত্তপ্ত। সেখানেও চলছে তুমুল বিক্ষোভ। 

গতকালও বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে বিক্ষোভ, গন্ডগোল হয়েছে। বিহারে একাধিক ট্রেনে ভাঙচুর করে আগুনও লাগায় বিক্ষোভকারীরা। হরিয়ানার পালওয়ালে বিক্ষোভ রুখতে গুলি চালায় পুলিশ।
ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে। 

 

সেনায় চার বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করল বিক্ষোভকারীরা।  আজ সকালে শুরু হয় অবরোধ। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।  

 

ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল অভিযুক্তরা। অভিযোগ, মূলত মার্কিন নাগরিকদের প্রতারণা করা হত। ঘটনায় মূল অভিযুক্ত বিজয় সাউ সহ ১২ জনকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানা।পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে ১২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটি। কীভাবে প্রতারণা, কত টাকার প্রতারণা, তদন্তে নেমে এ সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram